মেহবুব আলাম, পিপিএন বাংলা, দঃ ২৪ পরগনা : দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবনের এক প্রখ্যাত চিকিৎসক তার চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য অবশেষে পেলেন স্বীকৃতি। সুন্দরবনের অবহেলিত পিছিয়ে পড়া অসহায় মানুষেরা যাতে চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত না হয়, তার জন্য বাসন্তীর সোনাখালিতে রামকৃষ্ণ চ্যারিটেবল নার্সিং হোম, নামে এক চিকিৎসা প্রতিষ্ঠান খোলেন চিকিৎসক ডাক্তার বাসুদেব ভট্টাচার্য।
অসহায়দের জন্য উদার মানবতা ও চিকিৎসা ক্ষেত্রে অবদানের জন্য পার্কসার্কাসের আলিয়া বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার হাতে অনন্য সম্মান তুলে দিলেন বাংলার বিখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন বিখ্যাত ঘোষক সাকিল আনসারী।
এ অনন্য সম্মান পেয়ে ডাঃ বাসুদেব ভট্টাচার্য (বি, ভট্টাচার্য) বলেন, সত্যিই নিজেকে সার্থক মনে হচ্ছে। সেভাবে সুন্দরবনের মানুষেরা চিকিৎসা পরিষেবা সেভাবে পেতনা তাই আর্তঅসহায়দের কথা ভেবে একটি চ্যারিটেবল হাসপাতাল খুলি ও চিকিৎসার ক্ষেত্রে কিভাবে এই সুন্দরবনের মুখ উজ্জ্বল করা যায় এবং চিকিৎসার মান বাড়ানো সে নিয়েই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করতাম। সত্যিই নিজেকে আজ স্বার্থক মনে হচ্ছে।