নিজস্ব প্রতিনিধি, পিপিএন বাংলা, হরিশ্চন্দ্রপুর: মালদা জেলার হরিশ্চন্দ্রপুর-২ ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের জগন্নাথপুর ফরেস্টের কাছে উলটে যায় একটি গোরু বোঝাই লরি। এই ঘটনায় চারটি গোরুর মৃত্যু হয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে লরিটি হরিশ্চন্দ্রপুর থেকে মুর্শিদাবাদের উদ্দেশ্যে যাচ্ছিল। লরিটিতে ২২টি গোরু ছিল। ভালুকা রোড স্টেশন পেরিয়ে জগন্নাথপুর ফরেস্টের কাছে হঠাত্ই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উলটে যায়। এই ঘটনায় মৃত্যু হয়েছে চারটি গোরুর। ঘটনার পর থেকেই পলাতক লরির চালক ও খালাসি।

ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ গিয়ে লরিটি উদ্ধার করে। বাকি ১৮টি গোরু পুলিশি হেপাজতে রয়েছে। লরির মালিকের খোঁজ চলছে। গোরুগুলো কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।