পিপিএন বাংলা, নিউজ ডেস্ক: নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি মারা গেলে অফিসিয়াল্লি তাঁর ডেথ সার্টিফিকেট ইস্যু করতে হয়। হোক তা কোনো অফিসিয়াল কাজকর্মে বা কারোর ব্যক্তিগত কাজে। কিন্তু এবার গোরু মরলেও ডেথ সার্টিফিকেট ইস্যু করতে হবে। ডেথ সার্টিফিকেট ছাড়া সৎকার করা যাবে না কোনও গোরুর দেহ। প্রমাণপত্র জমা করার পর গোরুর দেহ সৎকারের অনুমতি মিলবে।
সম্প্রতি এমনই নিয়ম চালু করেছে মুম্বই পুর নিগম। গোরুদের বেলায় কেন হঠাৎ এই নিয়ম? অনেক সময় শহরের বাইরে মৃত গোরুর দেহ সৎকার করতে গেলে সাধারণ মানুষ সৎকারাকারীদের গোরু পাচারকারী ভেবে গণপিটুনি দেয়। এবার থেকে সেই বিভ্রান্তি দূর করতেই এই ডেথ সার্টিফিকেট। সেখানে গোরুটির মৃত্যুর সময় ছাড়াও উল্লেখ থাকবে গোরুর ময়না তদন্তের রিপোর্ট।
জনৈক পশু চিকিৎসক জানাচ্ছেন, অনেক সময়ই দেখা যায় মৃত গোরু সৎকার করতে গিয়ে সমস্যায় পড়তে হয় সাধারণ মানুষকে। অন্যদিকে ময়না তদন্ত হলে গোমাংস পাচারের অভিযোগ উত্থাপিত হয়। তাই ময়না তদন্তের বিষয়টিও মৃত্যু শংসাপত্রে উল্লেখ থাকবে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।