পিপিএন বাংলা, নিউজ ডেস্ক: কোভিড -১৯ এ গত ২৪ ঘন্টার মধ্যে ৮৩ জন মারা গিয়েছে। এর পূর্বে দেশে ২৪ ঘন্টায় এত বেশি মৃত্যু ঘটেনি। এই পর্যন্ত সংক্রমণে মারা যাওয়া রোগীর সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে।
এটা কি আনন্দের ও উৎসবের সময় যে আমরা আকাশ থেকে পুষ্প বর্ষণ করব। তাও আবার সেনাবাহিনীকে অগ্রসর করে। যাতে করে কেউ প্রশ্ন করলে বলা হবে সেনাবাহিনীর কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন করছে। এরাই দেশদ্রোহী।
লকডাউন চলাকালীন আমরা কী অর্জন করেছি যার জন্য আমরা ফুল বর্ষণ করছি? আক্রান্ত রোগীর সংখ্যা ধীরগতিতে হলেও ক্রমবর্ধমান বেড়েই চলেছে। কিন্তু গতি কি আসলেই এত ধীর যে আমরা ফুল বৃষ্টি শুরু করে আনন্দ করবো?
৩ মে সকালে স্বাস্থ্য মন্ত্রকের বুলেটিনের মতে, আক্রান্ত রোগীর সংখ্যা ৩৮,৯৮০ -তে পৌঁছেছিল। গত ২৪ ঘন্টার মধ্যে ২৬৪৪ টি নতুন আক্রান্ত সন্ধান মিলেছে। স্পষ্ট দেখা যাচ্ছে আজ সন্ধ্যায় আক্রান্তের সংখ্যা ৪০,০০০ ছাড়িয়ে যাবে। যদি আগামী দশ দিন দ্বিগুণ হারে আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পায় তবে ১৩ ই মে পর্যন্ত দেশে আক্রান্তের সংখ্যা ৮০,০০০ হয়ে যাব। এটাকে কি সাফল্য বলা হবে?