আব্দুল কাদির হরিশ্চন্দ্রপুর: বোরনাহী সেভেন স্টার ক্লাব আয়োজিত পিংপং ক্রিকেট টুর্নামেন্ট শনিবার সন্ধ্যায় SRNG ভাঠা মাঠে উদ্বোধন করেন রতুয়া বিধানসভার তৃণমূল কংগ্রেসের লড়াকু নেতা তথা বিশিষ্ট সমাজসেবী সেখ ইয়াসিন। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইনজীবী মোফাক্কেরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সম্পাদক মাস্টার বুলবুল খান, তৃণমূল নেতা আমিনুল হক, সেখ ইউসুফ প্রমূখ।
এ সময় খেলোয়াড়, ক্রীড়ামোদি সহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন। ক্লাবের পক্ষ থেকে জানানো হয় ৫০ এর অধিক দল এই নক আউট প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আয়োজকরা আরো জানায়, নকআউট পদ্ধতির এই টুর্নামেন্টে প্রতি ম্যাচে ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজ পুরস্কার দেওয়া হয়।
এছাড়া রানারআপ দল সাত হাজার ও চ্যাম্পিয়ন দলকে ১০ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়। এদিনের সভায় বক্তব্য দিতে গিয়ে শেখ ইয়াসিন, বুলবুল খান আমিনুল হক-রা কেন্দ্র সরকারের একাধিক দেশবিরোধী নীতির সমালোচনা করেন।